Header Border

ঢাকা, বুধবার, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল)
শিরোনাম
হাজীগঞ্জে দুই গুদামে মিলেছে তিন ট্রাক পলিথিন সিআইপি অভ্যন্তরে জলাবদ্ধতা নিরসনে ডাকাতিয়া নদী ও খাল সংস্কারের দাবিতে মতবিনিময় সভা ॥ সংগ্রাম কমিটি গঠন ডোনাল্ড ট্রাম কে অভিনন্দন জানিয়েছে আওয়ামী লীগ মতলব উত্তরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা বিএনপি নেতা গোলাম হোসেন ও সলিম উল্ল্যাহ লাভলুর স্মরণ সভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা হাজীগঞ্জে মার্কেট দখলের পায়তারা ও  মালিকে হুমকি,থানায় অভিযোগ মতলব উত্তরে পারিবারিক সহিংসতায় ৩ মাসে ৭ খু*ন নদী ও খাল দখল বন্ধ এবং খাল খননের দাবীতে ইউএনও’র কাছে লেখক ফোরামের স্মারকলিপি ফরিদগঞ্জে গৃহবধূকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ॥ দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন হাজীগঞ্জে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হাসান মিয়াজী

হাজীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

 

‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যে হাজীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকালে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল।

তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রতি বছর ৫ অক্টোবর সারাবিশ্বে শিক্ষক দিবস পালিত হয়। এই দিনটি শিক্ষকদের অবদানকে শ্রদ্ধা জানাতে ও শিক্ষাক্ষেত্রে তাদের ভূমিকার গুরুত্ব তুলে ধরতে উদযাপিত হয়। শিক্ষকরা শুধু পাঠ্যবই পড়ানোর মধ্যেই সীমাবদ্ধ নন, তারা আমাদের জীবনের মানসিক, সামাজিক এবং নৈতিক গঠনেও বিরাট অবদান রাখেন। তারা শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতে, চিন্তাশক্তি বাড়াতে এবং সমাজের উন্নয়নে নেতৃত্ব দিতে শেখান।

তিনি বলেন, দিবসটির মূল উদ্দেশ্য হল শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করা এবং তাদের পেশাগত উন্নয়নের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা। এটি শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি সুযোগ, যারা তাদের মেধা ও পরিশ্রম দিয়ে সমাজের ভবিষ্যত নির্মাণে সহায়তা করছেন। এই দিনে, শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানাই এবং তাদের ত্যাগ, ধৈর্য ও অবিচলতাকে সম্মান করি, যারা আমাদের জীবনকে আলোকিত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, কলেজ, মাদ্রাসা ও প্রাথমিকের শিক্ষকরা।

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে হবে উল্লেখ্য করে শিক্ষকরা বলেন, শিক্ষা ব্যবস্থায় বৈষম্য রেখে কখনো একটি দেশের সমৃদ্ধি অর্জন সম্ভব নয়। বর্তমানে আমাদের বেসরকারী শিক্ষা এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে বেতন ভাতা প্রদান করা হয়, তা দিয়ে আমাদের সংসারসহ সন্তানদের লেখাপড়া করাতে খুবই কষ্ট সাধ্য হয়ে পড়ে। তাই সরকারের প্রতি আহ্বান শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করে আমাদের এই অভিশাপ থেকে মুক্ত করুন।

আরো পড়ুন  হাজীগঞ্জে এসএসসিতে জিপিএ-৫’এ সেরা পাইলট বালিকা উবি, দ্বিতীয় সরকারি মডেল পাইলট

সভায় স্বাগত বক্তব্য রাখেন, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ। বক্তব্য রাখেন, কলেজ শিক্ষকদের পক্ষে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জেলা সভাপতি মো. আজহারুল কবির, বিশ^ শিক্ষক দিবস উদযাপন কমিটির আহবায়ক মো. মনিরুল হক পাটওয়ারী, মাদ্রাসা শিক্ষকদের পক্ষে জমিয়াতুল মোদার্রেছীনের উপজেলা সভাপতি অধ্যক্ষ মাও. মো. আনিসুর রহমান।

মাধ্যমিক শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি দীপস চন্দ্র দাস, পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান পাটওয়ারী, প্রাথমিক শিক্ষকদের পক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু বকর ছিদ্দিক। বক্তব্য শেষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি আলোচনা সভাস্থল থেকে বের হয় স্বর্ণকলি কেজিস্কুল পর্যন্ত কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে।

সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদ হাসানের উপস্থাপনায় আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, সুহিলপুর এবিএস ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. আব্দুর রহিম ও গীতা থেকে পাঠ করেন পালিশারা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন চন্দ্র রায়।

এসময় উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন ও একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরিসহ কলেজ, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

হাজীগঞ্জে দুই গুদামে মিলেছে তিন ট্রাক পলিথিন
সিআইপি অভ্যন্তরে জলাবদ্ধতা নিরসনে ডাকাতিয়া নদী ও খাল সংস্কারের দাবিতে মতবিনিময় সভা ॥ সংগ্রাম কমিটি গঠন
ডোনাল্ড ট্রাম কে অভিনন্দন জানিয়েছে আওয়ামী লীগ
মতলব উত্তরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
বিএনপি নেতা গোলাম হোসেন ও সলিম উল্ল্যাহ লাভলুর স্মরণ সভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা
হাজীগঞ্জে মার্কেট দখলের পায়তারা ও  মালিকে হুমকি,থানায় অভিযোগ

আরও খবর

error: Content is protected !!