এক সৌদি প্রবাসীর সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে হাজীগঞ্জের পূর্ব রাজারগাঁওয়ের আইড্ডাগো বাড়ির মোঃ রাজন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী মোঃ নূরুল আলম (৩৯) কক্সবাজার থানার নতুন ফিসারী পাড়ার বাসিন্দা মোঃ নূরুল ইসলামের ছেলে। সম্প্রতি তিনি হাজীগঞ্জ থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী নূরুল আলম অভিযোগে উল্লেখ করেছেন, অভিযুক্ত রাজন সৌদি আরবে হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত থাকার সুবাদে তার সঙ্গে সখ্য গড়ে তোলেন। তিনি দুইটি ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে নূরুল আলমের কাছ থেকে মোট ৮,১৪,০০০/- (আট লক্ষ চৌদ্দ হাজার) টাকা হাতিয়ে নেন। এই টাকার মধ্যে সৌদি রিয়ালের পাশাপাশি বাংলাদেশি টাকাও রয়েছে।
নূরুল আলম জানান, প্রতিশ্রুত ভিসা দিতে ব্যর্থ হয়ে অভিযুক্ত রাজন ২০২৪ সালের ২৭ নভেম্বর বাংলাদেশে ফিরে আসেন। এরপর ভুক্তভোগী তার টাকা ফেরত চাইতে গেলে রাজন তাকে প্রতারিত করার উদ্দেশ্যে বিভিন্ন অজুহাত দেখাতে থাকেন।
ঘটনার দিন, ২০২৫ সালের ১৯ জানুয়ারি, নূরুল আলম রাজনের বাড়িতে গিয়ে তার টাকার বিষয়ে কথা বললে রাজন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে রাজন ক্ষিপ্ত হয়ে তাকে খুন করে লাশ গুম করার হুমকি দেন।
ভুক্তভোগী নূরুল আলম চরম মানসিক যন্ত্রণায় ভুগছেন। তিনি বলেন, “আমি একজন সাধারণ প্রবাসী, কঠোর পরিশ্রম করে এই টাকা উপার্জন করেছি। রাজনের মতো প্রতারকরা আমাকে সর্বস্বান্ত করেছে। আমি এখন ন্যায়বিচার চাই।”
এ বিষয়ে অভিযুক্ত রাজনের বক্তব্য নিতে তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। এবং তার মুঠোফোন নাম্বার সংগ্রহ করে যায়নি বিধায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ফারুক জানিয়েছেন, অভিযোগটি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, “প্রতারক যেই হোক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী প্রবাসী যেন ন্যায়বিচার পান, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।”