ফরিদগঞ্জে অস্বচ্ছল মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে কাপড় বিতরণ করেছেন উপজেলা বিএনপি‘র আহবায়ক ও বিশিষ্ট শিল্পপতি এম.এ. হান্নান। ৮ নভেম্বর শনিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে প্রায় ৮ হাজার মানুষের কাছে এ উপহার পৌঁছে দেন তিনি এবং তার কর্মীরা। এ সময় বস্ত্র বিতরণের ধারাবাহিকতায় উপজেলার ৯ নং উত্তর গোবিন্দপুর ইউনিয়নের ধানুয়া স্কুল মাঠে ও পরবর্তীতে চির্কা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪ শতাধিক মানুষকেও বস্ত্র বিতরণ করেন ।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শরীফ মোঃ ইউনুছ, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহাদাৎ হোসেন সাবু পাটওয়ারী, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খসরু মোল্লা, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান বেপারী,ও বিতরণ কর্মকান্ডে ইউনিয়নে আরও উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জুর, ৯ নং উত্তর গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আনোয়ার হোসেন কালু, সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা মৎস্য দলের সাধারণ সম্পাদক কুদ্দুস খাঁন। ৯ নং উত্তর গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শরিফুল ইসলাম খাঁন, সাধারণ সম্পাদক, ঈমান গাজী, সাংগঠনিক সম্পাদক আজিজ খাঁন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল গাজী, সহ প্রমূখ।