আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথভাবে উদযাপন উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) দুপুরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন।
সভায় ২৬ মার্চ প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা এবং শহীদদের স্মরণে উপজেলা পরিষদে বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়াও এদিন সকালে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, বিএনসিসি, স্কাউট, গার্লস গাইডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।
পরে মাঠে শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের গণসংবর্ধনা প্রদান করবেন উপজেলা প্রশাসন। বাদ জোহর মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
এছাড়াও উপজেলা সরকারি হাসপাতালে বিশেষ খাবার পরিবেশনসহ বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সজ্জিতকরণ, গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ আলোকসজ্জাকরণসহ সরকারি নির্দেশনার বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আশেকুর রহমান, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ ও পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতার।
বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. মিজানুর রহমান, শিল্প বিষয়ক সম্পাদক হাফেজ মো. আবুল কাশেম, প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্ প্রমুখ।