সাহিত্য, সাংস্কৃতিক, সামাজিক কাজে ফরিদগঞ্জ তথা জেলারই অন্যতম শ্রেষ্ঠ
সংগঠন ফরিদগঞ্জ লেখক ফোরাম। শুক্রবার (৭ মার্চ ২০২৫) বিকালে আইফা পাঠাগার
মিলনায়তনে কুরআনের হাফেজদের সাথে ইফতার মাহফিল, নতুন কার্যনির্বাহী
কমিটির অভিষেক ও বিশেষ ক্ষেত্রে অবদানের জন্য গুণী সংবর্ধনার আয়োজন করা
হয়েছে।
প্রাথমিকে জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় মো. নাছির উদ্দিন খান কে,
গবেষণায় ফরিদগঞ্জের ইতিহাস ঐতিহ্য গ্রন্থের লেখক ও ফরিদগঞ্জ প্রেস ক্লাব’র
সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ কে এবং উপজেলা প্রশাসন কর্তৃক শ্রেষ্ঠ
জয়ীতা নির্বাচিত হওয়া রাবেয়া আক্তার কে সংবর্ধনা দেওয়া হয়।
ফরিদগঞ্জ লেখক ফোরাম’র সভাপতি ফরিদ আহমেদ মুন্নার সভাপতিত্বে ও তারেক
রহমান তারুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ
উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) এ আর এম জাহিদ হাসান। এ সময় তিনি বলেন,
‘লেখক ফোরাম সমাজ বিনির্মানে কাজ করছে, গুণী মানুষের জন্ম দিচ্ছে। আমি
ফরিদগঞ্জে এসে লেখক ফোরাম’র কার্যক্রম দেখে বুঝতে পারছি তারা সুস্থ
সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য
পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা
জামায়াতের আমির ইউনুছ হেলাল, বিশিষ্ট শিশু সংগঠনক প্রবীন সাংবাদিক ফরিদ
আহমেদ রিপন, চাঁদপুর জেলা বি.এন.পি’র সদস্য ও ফরিদগঞ্জ পৌর বিএনপির
সাবেক সভাপতি হারুন অর রশিদ, দৈনিক মানব জমিন পত্রিকার ফরিদগঞ্জ উপজেলা
প্রতিনিধি সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল, লেখক ফোরাম’র উপদেষ্টা
ডা. ইমাম হাসান সৌরভ, লেখক ফোরাম’র সাবেক সভাপতি কে.এম নজরুল
ইসলাম, ইলিয়াস বকুল, পাভেল আল ইমরান, সাবেক সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার,
মহসিন হাসান শুভ্র সহ লেখক ফোরাম’র সদস্য, কবি- সাহিত্যিক, শিক্ষক,
শিক্ষার্থী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে নতুন কমিটির সভাপতি ফরিদ আহমেদ মুন্নার হাতে গত
সেশনের ফাইল তুলে সদ্য সাবেক সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার।