চাঁদপুরের হাজীগঞ্জে আলিফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তারের ভুল চিকিৎসায় ৬ দিনের নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া যায়। ৯ মার্চ রবিবার বেলা ২ টার দিকে আলীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য শিশুটিকে আনলে দালাল চক্রের পরামর্শে পাশে আলিফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার নিয়ে যান। সেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োজিত শিশু কিশোর রোগ বিশেষজ্ঞ ডা. মো. আজাদুল হক শিশুটিকে দেখে ইনজেকশন ফুস করেন। এর কিছুক্ষণ পর শিশুটির নড়াচড়া বন্ধ হয়ে যায়। পরে পাশেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
জানাযায়,নিহত শিশু ফরিদগঞ্জ উপজেলার ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের তেলিসাইর গ্রামের আলী মিজির ৬ দিনের কণ্যা। শিশুটির মা কুলসুমা বেগম বলেন, জন্মের ৬ দিন পর দুধ কম টানে দেখে ডাক্তার দেখাতে আনলে ডাক্তার ইনজেকশন দেওয়ার ৩/৪ মিনিট পর চোখের সামনে নড়াচড়া বন্ধ হয়ে নিশ্বাস চলে যায়। আমরা এ আলিফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ডাক্তার অযথা বিল তৈরি করতে নানান ভয় দেখিয়েছে,আমি হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।
আলিফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষ আকিব হোসেন বলেন,আমাদের কোন অবহেলা ছিল না,তাদেরকে কুমিল্লা হাসপাতালে চিকিৎসা জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক বলেন,লেঅভিযোগের ভিত্তিতে প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করা হবে।