কুমিল্লা-চাঁদপুর রুটে যাত্রীসেবায় চলাচলকারী আইদি পরিবহনের বাস পরিষেবায় স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুনের রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চ রিট শুনানি শেষে এ স্থগিতাদেশ দেন। স্থগিতাদেশের বিষয়ে কুমিল্লা জেলা পরিবহন মালিক গ্রুপের সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ ও মহাসচিব জলিশ আবদুর রব বলেন, রুট পারমিট বিহীন ও সার্ভিসের অনুমতি ছাড়াই সম্পূর্ণ বেআইনী ও অবৈধভাবে বহিরাগত লোকজনের মাধ্যমে জোরপূর্বক কুমিল্লা-চাঁদপুর রুটে বাস চালিয়ে যাচ্ছে আইদি পরিবহন। বিষয়টি চলতি বছরের গত ১৩ ফেব্রুয়ারি প্রশাসনের নজরে আনা হয়েছে। পরবর্তীতে এ রুটে অবৈধভাবে আইদি পরিবহনের বাস চলাচল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। মহামন্য হাইকোর্ট আমাদের আবেদন যাচাই করে শুনানির মাধ্যমে আইদি পরিবহনের বাস পরিষেবায় স্থগিতাদেশ দেন।