চাঁদপুরের হাজীগঞ্জে পৌর এলাকার দুস্থ ও অসহায় নারীদের স্বাবলম্বী করার লক্ষে নারী ও শিশুদের পোষাক তৈরি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। পৌরসভার আয়োজনে ও জিআইসিডি কনসালটেন্সি সার্ভিসেস, আইইউজিআইপির সহযোগিতায় বিনামূল্যের এ প্রশিক্ষণের উদ্বোধন করেন, প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।
পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতারের উপস্থাপনায় পৌর হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর প্রশাসকের সহায়ক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরী, আইইউজিআইপির প্রকল্পের সিডিএ আশেয়া আক্তার, প্রশিক্ষক ফাতেমা আক্তার লাভলী ও তাহমিনা নুসরাত।
এসময় পৌর প্রশাসকের সহায়ক ও উপজেলা প্রকৌশলী মো. আজিজুল হক, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সফিকুর রহমান, সহকারী প্রকৌশলী মোহাম্মদ ইদ্রিস মিয়া ও মো. মাহবুবর রশিদ, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, উচ্চমান সহকারী মো. আব্দুল লতিফসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।