Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ (বসন্তকাল)
শিরোনাম
হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র উদ্যোগে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভার আয়োজন করা হয়েছে হাজীগঞ্জে স্বাধীনতা ও জাতীয়তা দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজট মুক্ত রাখতে অনড় কাঁচপুর হাইওয়ে পুলিশ নারায়ণগঞ্জে শ্রমিকের সুবিধার্থে ওএমএস ও টিসিবি ট্রাক সেলের কার্যক্রমের সময় বৃদ্ধি  সিদ্ধিরগঞ্জে দিনে দুপুরে অবৈধভাবে ফিলিং স্টেশনের গ্যাস বিক্রি ৫ই আগস্ট অন্তর্বাস নিয়ে উল্লাসের পরই দেশে ধর্ষণের ঘটনা বেড়ে গেছে: আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোসাদ্দেসী সাইবার নিরাপত্তায় কাজ করে মানুষের আস্থা অর্জন করেছে ফরিদগঞ্জের মাহিন উল হাসান শুভ। নারী নির্যাতন ও ধর্ষণের বিচারের দাবীতে কচুয়ায় মানববন্ধন হাজীগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

৫ই আগস্ট অন্তর্বাস নিয়ে উল্লাসের পরই দেশে ধর্ষণের ঘটনা বেড়ে গেছে: আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোসাদ্দেসী

হাজীগঞ্জে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) হাজীগঞ্জ বাজারের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ প্রধান অতিথির বক্তব্যে বলেন, “৫ আগস্টের পর সরকার একটি বিশেষ গোষ্ঠীকে ক্ষমতায় বসানোর চেষ্টা করছে, যারা এ দেশের স্বাধীনতার শত্রু।” তিনি আরও বলেন, এই গোষ্ঠী দেশের মা-বোনের সম্ভ্রমহানি ও সম্পদের লুটতরাজের সঙ্গে জড়িত। ৫ই আগস্ট অন্তর্বাস নিয়ে উল্লাসের পরই দেশে ধর্ষণের ঘটনা বেড়ে গেছে।

তিনি অভিযোগ করে বলেন, সরকার নির্দিষ্ট কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে, অথচ দেশে ৫০টিরও বেশি নিবন্ধিত রাজনৈতিক সংগঠন রয়েছে। কিন্তু সরকার মাত্র ১০-১২টি দলকে গুরুত্ব দিয়ে বাকিদের উপেক্ষা করছে। এটি স্পষ্টতই বৈষম্যমূলক আচরণ, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।

তিনি আরও বলেন, “১৯৭১ সালের স্বাধীনতার পর এমন হায়নার কর্মকাণ্ড আর দেখা যায়নি। দেশবাসী এই ধরনের স্বাধীনতা চায় না। জনগণ চায় জান-মালের নিরাপত্তা, স্ত্রী-মা-বোনের সম্ভ্রমের সুরক্ষা। কিন্তু বর্তমান সরকার এসব দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।”

দেশের চলমান অরাজকতা প্রসঙ্গে তিনি বলেন, “সারা দেশে ৪০০-এরও বেশি মাজার ভাঙা হয়েছে, অথচ একটি মামলাতেও কাউকে গ্রেপ্তার করা হয়নি, বিচারের আওতায় আনা হয়নি।”

বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, “জাতীয় নির্বাচন হতে হলে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে। যতদিন দেশে জনগণের নির্বাচিত সরকার আসবে না, ততদিন এই অরাজকতা বন্ধ হবে না।”

ইফতার মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. আলী নকশেবন্দী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের হাজীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাস্টার দেলোয়ার হোসেন।

আরো পড়ুন  ফরিদগঞ্জে ৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউপি নির্বাচনে ৫৮ জনের মনোনয়ন সংগ্রহ  - Rknews71

এছাড়াও সভায় বক্তব্য রাখেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভাইস চেয়ারম্যান সৈয়দ মাহমুদ শাহ্, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের চাঁদপুর জেলা শাখার সভাপতি আল্লামা নাজমুল হক আকন্দ নকশেবন্দী এবং অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় বক্তারা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র উদ্যোগে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভার আয়োজন করা হয়েছে
হাজীগঞ্জে স্বাধীনতা ও জাতীয়তা দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজট মুক্ত রাখতে অনড় কাঁচপুর হাইওয়ে পুলিশ
নারায়ণগঞ্জে শ্রমিকের সুবিধার্থে ওএমএস ও টিসিবি ট্রাক সেলের কার্যক্রমের সময় বৃদ্ধি 
সিদ্ধিরগঞ্জে দিনে দুপুরে অবৈধভাবে ফিলিং স্টেশনের গ্যাস বিক্রি

আরও খবর

error: Content is protected !!