পবিত্র মাহে রমজানের শুরু থেকেই বাজার সিন্ডিকেটদের কারণে ভোক্তারা বাজার ও স্থানীয় এলাকার দোকানগুলিতে তেল’সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দেয়।
নারায়ণগঞ্জের মানুষের তেলের জন্য হাহাকার লেগে যায়। তাই নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এর পরিত্রাণের জন্য মেঘনা গ্রুপ ও সিটি গ্রুপকে ট্রাক সেলের মাধ্যমে সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আহ্বান জানান। তাঁর আহবানে সাড়া দিয়ে নারায়ণগঞ্জের পাঁচটি স্থানে ট্রাক সেল এর মাধ্যমে তেলসহ অন্যান্য পণ্য খুব সহজেই সবার মাঝে পৌঁছে দিচ্ছে সহনীয় মূল্যে। এই কার্যক্রমকে পরিচালনা করায় নারায়ণগঞ্জবাসী জেলা প্রশাসককে ধন্যবাদ জানান। জেলা প্রশাসক খোঁজ নিয়ে জানতে পারেন এই সেবা থেকে শিল্প প্রতিষ্ঠান এর শ্রমিকরা বঞ্চিত হচ্ছে কারণ তারা সকাল ৯ টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ডিউটিতে কর্মরত থাকেন। এ কার্যক্রম সকাল ৯ টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত থাকে। তাই এই শ্রমিকদের এই সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সময় বৃদ্ধির জন্য আহ্বান করে সময় বৃদ্ধি করে দেন। এত শ্রমিকরা অনেক উৎসাহিত ও আনন্দিত হন এবং প্রাণভরে তাঁর জন্য দোয়া করেন এই সুবিধা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সাথে ট্রাক সেলের ওএমএস ও টিসিবি পণ্য ও বিক্রির সময় বৃদ্ধি করেন। যাতে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত বিশেষ করে আমাদের শ্রমিকরা এই সুবিধা ভোগ করতে পারেন সেই লক্ষ্যে সময় বৃদ্ধির ব্যবস্থা করে দেন।