হাজীগঞ্জের বাকিলা শিশু মেলা কেজি স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সকালে বাকিলা ইউনিয়নের বাকিলা বাজারস্থ বিদ্যালয় মাঠে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধন করেন, জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মো. বিল্লাল হোসেন মজুমদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য দেন, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান হাজী মো. জসিম উদ্দিন। বক্তব্য দেন, বিশেষ অতিথি বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিলন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবায়েদুর রহমান খোকন বলি।
স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য বলাই চন্দ্র দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোস্তফা কামাল মজমুদার. ইউনিয়ন যুবরীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম নজু, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রকিবুল ইসলাম রকিব, যুবধার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির চেয়ারম্যান জুলহাস মিয়া।
স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য নাজমুল আহসান নয়নের উপস্থাপনায় স্কুলের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবুল বাশার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি ধর, শিক্ষকদের মধ্যে অধ্যক্ষ নজরুল ইসলাম প্রমুখ। বক্তব্য শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এসময় স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য সদস্য শ্যামল কান্তি দাস, মাহাবুব পাটওয়ারী, শরীফুল ইসলাম মিয়াজী, খোরশেদ আলম, সুব্রত রায় চৌধুরী, তোফায়েল আহমেদ, বিল্লাল হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি ইব্রাহিম খাঁন রনিসহ অন্যান্য অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।