আগামিকাল এক দিনের সফরে হাজীগঞ্জে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর শাইখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। সোমবার (১৪ এপ্রিল) বাদ এশা তিনি উপজেলার বাকিলা ইউনিয়নের বাকিলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ওয়াজ-মাহফিল ও হালকায়ে জিকিরে প্রধান অতিথি হিসেবে বয়ান করবেন।
দ্বীনি সংগঠন বাংলাদেশ মুজাহিদ কমিটি হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়ন শাখা ও বাকিলা বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে এ ওয়াজ-মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হবে। বিশেষ অতিথি হিসেবে বাদ মাগরিব বয়ান করবেন, রাজধানী বনশ্রী দারুল উলূম মাদরাসার শাইখুল হাসিদ আল্লামা মুফতি ইয়াহইয়া মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে আরো বয়ান করবেন, দ্বীনি সংগঠন মুজাহিদ কমিটি চাঁদপুর জেলার নায়েবে ছদর ও বাগিচাপুরের পীর সাহেব মাওলানা আনছার আহম্মেদ। মাহফিল বাস্তবায়ন কমিটির উপদেষ্টা ও ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারী হাফেজ মো. শাহাদাত হোসেন প্রধানীয়ার সভাপতিত্বে এ ওয়াজ-মাহফিল অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করে হাফেজ মো. শাহাদাত হোসেন প্রধানীয়া বলেন, বাদ জোহর থেকে ওয়াজ-মাহফিল ও হালকায়ে জিকিরের কার্যক্রম শুরু হবে। মাহফিলে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন, প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। তাই, ধর্মপ্রাণ মুসলমানসহ সর্বস্তরের জনসাধারণকে মাহফিলে অংশগ্রহণের জন্য তিনি নিমন্ত্রণ জানান (দাওয়াত দেন)।