চাঁদপুরের কচুয়ায় চাপাতলী লতিফিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার তৃতীয় শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
এঘটনায় ছাত্রীর পিতা নুরুল ইসলাম কচুয়া থানায় ১৩ এপ্রিল সন্ধ্যায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন।
কচুয়া থানার অভিযোগ সূত্রে জানা গেছে,১০ এপ্রিল চাপাতলী লতিফিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা সংলগ্ন ওই গ্রামের মৃত সেরাজুল হকের ছেলে মাসুদ (৪০) এর দোকানে মাদ্রাসা ছুটির পর দুপুর বেলায় তৃতীয় শ্রেণীতে ছাত্রী কেনাকাটা করতে এলে মাসুদ ছাত্রীর শরীরের স্পর্শ স্থানে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এসময় ছাত্রী কান্নাকাটি শুরু করলে মাসুদ তাকে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়। ছাত্রী বাড়িতে এসে মা বাবাকে জানায়। এঘটনায় ছাত্রীর পিতা ইসলামপুর গ্রামের দুলালের ছেলে নুরুল হক বাদী কচুয়া থানায় মাসুদকে বিবাদী করে লিখিত অভিযোগ দায়ের করেন।
ঐ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম জানান, এ ঘটনায় ছাত্রীর পিতা থানায় অভিযোগ দায়ের করেন। সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।