চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় এক শিক্ষার্থীকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কাঁদামাটি ছুড়ে জন্মদিন পালন করার ঘটনা নজরে এসেছে টহলরত পুলিশের। ঘটনার সময় ৬ শিক্ষার্থীকে থানায় এনে কেক কেটে জন্মদিন পালনের পদ্ধতি শিখিয়ে দেয় পুলিশ।
জানা গেছে, বুধবার (১ জুন) দুপুরে হাজীগঞ্জ বাজারের বিশ্বরোড এলাকায় হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছুটির পর ছয় শিক্ষার্থী তাদের এক বন্ধুর জন্মদিন পালন করে।
জনৈক ব্যক্তির ধারণ করা ভিডিওচিত্রে দেখা যায় এক শিক্ষার্থীকে বিদ্যুৎতের খুঁটিতে বেঁধে রাখা হয়েছে। তার পুরো শরীরে কাদা মেখে দিচ্ছে কলেজ ড্রেস পরিহিত ছয় শিক্ষার্থী।
তাৎক্ষণিক বিষয়টি নজরে আসে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক আজিজের। তিনি বিদ্যুৎতের খুঁটিতে বাঁধা শিক্ষার্থী ও বাকি ছয় শিক্ষার্থীকে থানায় নিয়ে যান।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দের নির্দেশে ওই শিক্ষার্থীদের অভিভাবক ও হাজীগঞ্জ ডিগ্রি কলেজ শিক্ষকদের খবর দেওয়া হয়।
এ বিষয়ে ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, ‘শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধ হ্রাস পেয়েছে। সমাজ সচেতনতায় শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দায়িত্বশীল হতে হবে।
তিনি আরো জানান, হাজীগঞ্জ থানা চত্বরে শিক্ষার্থীদের অভিভাবক ও ডিগ্রি কলেজের শিক্ষকদের উপস্থিতিতে একটি কেক এনে জন্মদিনের অনুষ্ঠান কিভাবে হয় তা শিখানো হয়েছে। এরপর তাদেরকে মুছলেকা রেখে অভিভাবকদের কাছে তুলে দেওয়া হয়েছে।