মোঃ জামাল হোসেনঃ
কেন্দ্র ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ইউনিয়নের খিলা বাজারে এ অবস্থান কর্মসূচী ও প্রচারপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
এ-সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মোজাহের হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মাহবুব আলমসহ ইউনিয়ন বিএনপি, যুবদল,ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।