বিষয়টি নিশ্চিত করেছেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক। আসামি আকবর কাজী উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের গৌড়েশ^র গ্রামের কাজী বাড়ির মৃত আব্দুল ওহাবের ছেলে। হত্যাকাÐের শিকার সেলিম একই গ্রামের কবিরাজ বাড়ির আবুল কালাম কালুর ছেলে।
ধানের চারা রোপন করাকে কেন্দ্র করে গত ৩১ জানুয়ারী, হত্যাকাÐের শিকার হন মো. সেলিম হোসেন কবিরাজ। এই ঘটনায় নিহতের ছেলে ইয়াছিন হোসেন সবুজ বাদী হয়ে নামীয় ৭ জন ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার দিন মামলার আসামি নুরুল ইসলাম কাজীকে গ্রেফতার করা হয়।
বর্তমানে নুরুল ইসলাম কাজী জেলহাজতে রয়েছেন। তিনি কাজী বাড়ির আলী আজ্জম কাজীর ছেলে। এদিকে ঘটনার পর মামলার প্রধান আলী আকবর কাজী পালিয়ে যান। তথ্য-প্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার (১৬ ফেব্রæয়ারী) গাজীপুর থেকে তাকে গ্রেফতার করে র্যাব ও পুলিশের আভিযানিক একটি দল।
মামলার অপর আসামিরা হলেন, গৌড়েশ^র গ্রামের কাজী বাড়ির মৃত আব্দুল ওহাবের ছেলে আনিসুর রহমান কাজী, আনোয়ার হোসেন কাজীর ছেলে জাহাঙ্গীর হোসেন কাজী ও রাশেদ কাজী, আবু সুফিয়ানের ছেলে রাব্বী কাজী, আনিসুর রহমানের স্ত্রী রিনা বেগম। তাদেরকেও গ্রেফতারের অভিযান অব্যাহৃত আছে বলে জানান, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।