শাহরাস্তি উপজেলার চিতোষী সুলতানিয়া ফাযিল মাদ্রাসার ৪তলা ভিত বিশিষ্ট ১তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক আবদুল কাদের নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের পর উদ্বোধক হিসেবে উদ্বোধনী স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একরামুল হক মজুমদার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম, এমপি।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন গত ৪ মেয়াদে শাহরাস্তি ও শাহরাস্তি উপজেলায় ডাকাতিয়া নদীর উপর আমরা ৮টি ব্রিজের নির্মাণ কজ সমাপ্ত হয়েছে।
২টি ব্রীজের কাজ শেষ পর্যায়ে।আরো ২টি নতুন ব্রীজ নির্মান করা হবে। এগুলো ছাড়াও প্রায় ৮’শ ব্রিজ ও কালভার্ট, সাড়ে ৭’শ স্কুল, কলেজ ও মাদরাসা ভবন, সাড়ে ৮’শ কিলোমিটার নতুন পাকা ও ইটের সলিং রাস্তা করা হয়েছে। এটি একটি অনন্য সাফল্য।
সারাদেশের অনেক উপজেলার চাইতে শাহরাস্তি-হাজিগঞ্জ উপজেলা উন্নয়নে অনেকাংশে এগিয়ে। পাশাপাশি আমরা ডাকাতিয়া নদী খনন করেছি এবং শাহরাস্তিতে ডাকাতিয়া নদীর উপর ১শত চল্লিশ কোটি টাকা ব্যয়ে একটি ওয়াকওয়ে নির্মাণ হচ্ছে।
এসব কিছু মিলিয়ে আমি মনে করছি-জনগণ আমাদের উপর এখন আস্থা রাখতে পারছে এবং আমাদের নির্বাচনী এলাকায় আমরা আইনশৃঙ্খলা বজায় রাখতে পেরেছি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী, পৌর মেয়র হাজী আঃ লতিফ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন মুশু পাটোয়ারী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, পৌর আওয়ামীলীগের সভাপতি আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, যুবলীগ নেতা শাহ্ এনামুল হক কমল, আওয়ামীলীগ নেতা আবু নাছের ওয়াজেদ, চিতোষী পূর্ব ইউপি চেয়ারম্যান আলম বেলাল, টামটা উঃ ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, চেয়ারম্যান মাহতাব উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকসহ উপজেলা ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগ, ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, মাদ্রাসার পরীক্ষার্থী, অভিভাবক, বীর মুক্তিযোদ্ধা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশিষ্ট সামাজিক ব্যক্তিবর্গ ও এলাকার গণ্যমান্য সর্বস্তরের ব্যক্তিবর্গ।
.