Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
শিরোনাম
শাহরাস্তিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নি*হ*ত মতলব উত্তরে মায়ের জানাজায় ছেলের মৃত্যু : এলাকায় শোকের মাতম হাজীগঞ্জে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী আন্দোলনের গণসমাবেশ  মতলব উত্তরে এস ই এল মডেল একাডেমিতে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও মেধাবৃত্তি পুরস্কার বিতরণ   হাজীগঞ্জে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত মতলব উত্তরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হাজীগঞ্জে মাসব্যাপী তারুণ্যের উৎসব উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ কচুয়া পৌর বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনা সভা মতলব উত্তরে ৩৮ শতাংশ টিউবওয়েলে আর্সেনিক!  মতলব উত্তরে কালীপুর লঞ্চঘাটের পন্টুনে ওঠার খুঁটি ভাঙা ; লঞ্চে উঠতে যাত্রীদের ভোগান্তি

জামায়াতে ইসলামী হাজীগঞ্জ ও শাহরাস্তি  উপজেলার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আমরা যারা রক্ত দিয়েছি,জীবন দিয়েছি,মতবিরোধ নয়- কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের সাবেক এমপি বলেছেন, দেশের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, দূর্ণীতির বিরুদ্ধে  সবাইকে  ঐক্যবদ্ধ থাকতে হবে।
আমরা ক্ষমতার জন্য রাজনীতি করিনা। রাজনীতি করি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য।  জামায়াতে ইসলামী শুধু জামায়াতের কর্মীদের ভালোবাসেনা না সমগ্র দেশের মানুষকে ভালোবাসে,শুধু মুসলিমদের ভালোবাসেনা সকল ধর্মের মানুষকে ভালোবাসে। এটাই জামায়াতে ইসলামী।
শনিবার (১১ জানুয়ারি) সকালে শাহরাস্তির ঐতিহ্যবাহী কালিবাড়ি মাঠে ও বিকেলে হাজীগঞ্জ মডেল সরকারী পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে এই উপজেলার পৃথক আয়োজিত কর্মী সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে পৃথক সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা আমির বিএম কলিম উল্লাহ ও শাহরাস্তি উপজেলার আমীর মোস্তফা কামাল। হাজীগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর আমির আবুল হাসনাত পাটোয়ারী ও শাহরাস্তি পৌর আমীর মাও: জাহাঙ্গীর আলম এর পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোঃ মোবারক হোসাইন, কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় শুরার সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, সাবেক জেলা আমীর মাও: আব্দুর রহিম পাটওয়ারী, নায়েবে আমীর এড: মাসুদুল ইসলাম বুলবুল,জেলা সেক্রেটারি এ্যাডভোকেট মোহাম্মদ শাহাজাহান মিয়া , সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুনুর রশিদ, শহর আমীর অ্যাড শাহজাহান খান। উপস্থিত ছিলেন সাবেক আমীর এএইচ আহমদ উল্লাহ মিয়া মুহাদ্দিস আবু নসর আশরাফী,হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র সাবেক মেয়র আব্দুল মান্নান বাচ্চু।
ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের বলেন,মানুষ ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগ চেয়েছে কিন্ত আল্লাহ তাকে দেশত্যাগে বাধ্য করেছেন। ইতিহাস কোন  জালেমকে ক্ষমা করেনা। ফ্যাসিবাদ কখনো টিকে থাকতে পারেনা। তাদের নিকৃষ্ট পতন হয়।
পুলিশের আতঙ্কে আমাদের গাড়ির জানালা বন্ধ করে চলতে হতো। কিন্তু আল্লাহ আজ তাদেরকে বিতাড়িত করেছেন,আমাদেরকে সম্মানিত করেছেন। তাই সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া করতে হবে।
প্রধান অতিথি আরো বলেন,আওয়ামী লীগের শাসনমান এ জাতির জন্য অন্ধকার কলঙ্কজনক অধ্যায়। শেখ মুজিব এর সমালোচনা করে বলেন,“তিনি নিজেই বলেছিলেন আমার সামনে চোর,পিছনে চোর, ডানে চোর, বায়ে চোর। তার কর্মীরা বলতো নেতা আপনি আয়নার সামনে দাঁড়ালে কী দেখেন?”
বিএনপির কতিপয় নেতার উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যদি জামায়াতকে রাজাকার বলেন তাহলে ২০ বছর আমাদের সাথে কেনো ছিলেন। আমরা যদি খারাপ হই তাহলে তো আপনারাও খারাপের অংশ হবেন। আমরা যারা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি,মতবিরোধ নয় আসুন জাতীয় ঐক্য গড়ে তুলি, মিথ্যাচারের রাজনীতি পরিহার করি।
জামায়াতের এ নেতা বলেন, জামায়াতে ইসলামী মহিলাদের পূর্ণাঙ্গ অধিকার নিশ্চিত করবে। কারো উপর কোন মত চাপিয়ে দিবেন না। জামায়াতে ইসলামী কখনো কোন অমুসলিমদের বাড়িঘর দখল করেনা। জামায়াত ক্ষমতায় গেলে অমুসলিমরা সকল অধিকার স্বাধীনভাবে ভোগ করবে। জামায়াত ক্ষমতায় গেলে ন্যায়বিচারের শাসন প্রতিষ্ঠা করা হবে। প্রত্যেকটা মানুষের ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের বলেন, জামায়াত ক্ষমতায় গেলে কর্মসংস্থান নিশ্চিত করা হবে। নাহলে রাষ্ট্রীয় ভাবে ভাতা দেওয়া হবে। জামায়াত কোন মানুষের সাথে, রাষ্ট্রের সাথে বেঈমানি করবে না। তাই  নিজেদের অধিকার আদায় জামায়াতকে একবার সুযোগ দিবেন।
সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা ছাত্র শিবিরের সভা ইব্রাহিম খলিল,চাঁদপুর শহর সভাপতি মোঃ মহররম আলী,ছাত্রশিবির চাঁদপুর জেলার সাবেক সভাপতি ও বড়কূল পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আবু জাফর সিদ্দিকী।
সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ব্যানার,ফেস্টুন এবং নির্বাচনী প্রতিক দাঁড়িপাল্লা নিয়ে মিছিল সহকারে সমাবেশে প্রবেশ করে৷ নির্দিষ্ট সময়ের পূর্বেই সমাবেশস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মীর হোসাইন, শাহরাস্তি উপজেলা নায়েবে আমীর বাদশাহ ফয়সল, হাজীগঞ্জ উপজেলা নায়েবে আমীর মোজাম্মেল হোসেন পরান, মাওলানা শরীফ হোসাইন,সেক্রেটারি জয়নাল আবেদীন, হাজীগঞ্জ পৌর সভার নায়েবে আমীর মাওলানা কবির হোসাইন,সেক্রেটারি শফিকুল ইসলাম।
আরো পড়ুন  হাজীগঞ্জে বিএনপি-জামায়াতের অবরোধের বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

শাহরাস্তিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নি*হ*ত
মতলব উত্তরে মায়ের জানাজায় ছেলের মৃত্যু : এলাকায় শোকের মাতম
হাজীগঞ্জে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী আন্দোলনের গণসমাবেশ 
মতলব উত্তরে এস ই এল মডেল একাডেমিতে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও মেধাবৃত্তি পুরস্কার বিতরণ  
হাজীগঞ্জে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
মতলব উত্তরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

আরও খবর

error: Content is protected !!