Header Border

ঢাকা, বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
শিরোনাম
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে নবীন শিক্ষার্থীদের বরন ‘রুস্তমপুর সমাজ কল্যাণ ক্লাব’র ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন জমি বিক্রি করে দাদীকে হজ্জ পালন : সম্পত্তির ভাগ পেতে চাচার ঘর ভেঙ্গে নিল ভাতিজা হাজীগঞ্জে ভবন ও প্রশিক্ষনের উদ্বোধন, সেলাই মেশিণ ও কম্বল বিতরণসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন জেলাপ্রশাসক ফরিদগঞ্জে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মতলব উত্তরে চাচার ঘর ভেঙ্গে নিল ভাতিজা  ছেংগারচর বাজার বণিক সমিতির নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ ছেংগারচর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মান্নান লস্করের মনোনয়ন ফরম সংগ্রহ কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষক পরিষদের অভিষেক ও বিদায় সংবর্ধনা কচুয়ায় চুরির ঘটনায় চোরচক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

শাহরাস্তিতে উপজেলা পর্যায়ে সপ্রাবি’র শ্রেষ্ঠ  সভাপতি মোঃ মুস্তাফিজুর রহমান পাটোয়ারী

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পর্যায়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সভাপতি হিসেবে টানা ২য় বার মোঃ মুস্তাফিজুর রহমান পাটোয়ারী’র নাম ঘোষণা করা হয়েছে। শাহরাস্তি উপজেলা প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ বাছাই কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ূন রশিদ শ্রেষ্ঠ সভাপতির নাম ঘোষণা দেন।
মোঃ মুস্তাফিজুর রহমান পাটোয়ারী’র জন্ম ১লা ডিসেম্বর ১৯৫৯ সালে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কেশরাঙ্গা গ্রামের এক সুনামধন্য পরিবারে। পিতা মরহুম মোঃ আজিজুর রহমান পাটোয়ারী। ২ ছেলে ৩ মেয়ের মধ্যে সবচেয়ে আদরের ছিলেন তিনি।
শাহরাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নস্থ কেশরাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় হতেই তার শিক্ষা জীবনের হাতে-খড়ি। আর সেই বিদ্যালয়ের সভাপতি হয়ে সুনামের সহিত দীর্ঘ ৭ বছর একটানা দায়িত্ব পালন করে যাচ্ছেন। কুমিল্লা জিলা স্কুল থেকে ১৯৭৫ সালে এসএসসি, ঢাকা নটরডেম কলেজ হতে ১৯৭৭ সালে এইচএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এম. কম ( ফিন্যান্স) ১৯৮১ সালে পাশ করে তার কর্মজীবন শুরু করেন। তিনি কর্মজীবনে উন্নতির শিখরে পৌঁছে অবসর নেওয়ার আগ পর্যন্ত উপ-মহাব্যবস্থাপক (হিসাব) বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোঃ লিমিটেড কুমিল্লাতে সুনামে সহিত দায়িত্ব পালন করেন।
কর্মজীবনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের দায়িত্বও তিনি সুনামের সাথে পালন করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো বাখরাবাদ গ্যাস অফির্সাস ওয়েল ফেয়ার এসোসিয়েশনের দুই বার সভাপতির দায়িত্ব পালন, পেট্রোবাংলার অফিসারদের পেট্রোমিন এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি হিসাবে দায়িত্ব পালন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশন এর আজীবন সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রাট গ্রাজুয়েট । জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদ, কুমিল্লা’র ১৫ বছর ধরে সাধারন সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। সাংস্কৃতিক সংগঠন খেলাঘর, কচিকাচার আসরে বিভিন্ন সময়ে বিভিন্ন পদে ছিলেন। পাশাপাশি কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের দীর্ঘদিন টেন্ডার কমিটির সদস্যও তিনি ছিলেন। বর্তমানে এক্সিকিউটিভ ডিরেক্টর (ডেভেলপমেন্ট) ইসলামি কমার্সিয়াল ইন্সুইরেন্স কোঃ লিঃ ও বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের কার্যকরী কমিটির সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন।
ব্যক্তি জীবনে তিনি ২ ছেলের বাবা তিনি। ছেলেরাও আজ শিক্ষিত হয়ে ডাক্তার ও ইঞ্জিনিয়ার পেশায় থেকে বাবার মতো সমান আলোয় আলোকিত করছে এই ভুবন।
তিনি দায়িত্ব গ্রহণের পরেই ঢাকা থেকে
অধ্যাপক ডাক্তার এবিএম খুরশীদ আলমের নেতৃত্বে ঢাকা মেডিক্যাল কলেজ হতে ২২ জন ডাক্তার এনে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীসহ প্রায় তিন হাজার লোকের জন্য বিদ্যালয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করে পুরো উপজেলায় সাড়া ফেলে দিয়েছিলেন। করোণাকালীন সময়ে সরকারী বিধি নিষেধাজ্ঞার জন্য না পারলেও  বিদ্যালয়টির শতবর্ষ উপলক্ষ্যে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করেন তিনি।
শ্রেষ্ঠ সভাপতি হিসেবে উপজেলায় মোঃ মুস্তাফিজুর রহমান পাটোয়ারী’র নাম আসায় তার অভিব্যক্তি জানতে চাইলে তিনি  প্রতিবেদককে জানান, এই অর্জন আমার একার নয়। আমার বিদ্যালয়ের প্রতিজন শিক্ষক, অভিভাবক, এলাকাবাসী, আমার পরিবার ও সন্তানেরা এর অংশীদার। তাদের সহযোগিতা মনোভাব না থাকলে আমি আজ এই পর্যন্ত আসতে পারতাম না। স্থানীয় সংসদ সদস্য মেজর (অব) রফিকুল ইসলাম বীর উত্তমের প্রতি চির কৃতজ্ঞ। বিদ্যালয় নিয়ে যখন যা আবদার করেছি, তিনি তা পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করেছেন।
কেশরাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা আক্তার বলেন, একজন সাদা মনের মানুষ হিসেবে আমাদের বর্তমান সভাপতি মোঃ মুস্তাফিজুর রহমান পাটোয়ারী অতূলনীয় ব্যক্তি। যিনি তার চাকুরীর অবসর জীবনের পুরোটা সময় আমাদের বিদ্যালয়ের উন্নয়নের চিন্তায় ব্যয় করেন। আমাদের শিক্ষক ও অভিভাবক সকলের খোঁজ খবর তিনি প্রতিদিন নেন। এজন্যই সকলের প্রিয় ব্যক্তি হিসেবে আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।
আরো পড়ুন  হাজীগঞ্জে ভিক্ষুকদের পুর্ণবাসন ও ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে নবীন শিক্ষার্থীদের বরন
হাজীগঞ্জে ভবন ও প্রশিক্ষনের উদ্বোধন, সেলাই মেশিণ ও কম্বল বিতরণসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন জেলাপ্রশাসক
ফরিদগঞ্জে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মতলব উত্তরে চাচার ঘর ভেঙ্গে নিল ভাতিজা 
ছেংগারচর বাজার বণিক সমিতির নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ
ছেংগারচর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মান্নান লস্করের মনোনয়ন ফরম সংগ্রহ

আরও খবর

error: Content is protected !!