চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী আসনে মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সেক্টর কমান্ডার মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত হওয়ায় হাজীগঞ্জে আনন্দ-উল্লাস প্রকাশ করেছেন দলীয় নেতাকর্মী, উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ ও তাঁর সমর্থকরা।
রবিবার (২৬ নভেম্বর) বিকালে হাজীগঞ্জ বাজারে আনন্দ মিছিল ও আনন্দ সমাবেশ করা হয়। মিছিলটি পশ্চিম বাজার থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেখ সিটি শপিং কমপ্লেক্সের সামনে আনন্দ সমাবেশ স্থলে এসে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও হাজীগঞ্জ উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক রোটা. আহসান হাবিব অরুন, হাজীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অধ্যাপক স্বপন কুমার পাল ও আলহাজ¦ মো. সেলিম প্রমুখ। মিছিল ও সমাবেশে নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে হাজীগঞ্জ বাজার।
এ সময় উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা জাহিদুর রহমান জাহিদ, ফরিদুল আলম, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বিসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।