চাঁদপুরের কচুয়ায় পুকুরে পড়ে সহোদর দুই ভাইয়ের সন্তানের করুণ মৃত্যুর
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। গত শনিবার উপজেলার কড়ইয়া
ইউনিয়নের পূর্ব কালচোঁ তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। এই মর্মান্তিক
মৃত্যুর সংবাদ পেয়ে সোমবার (১৫ জানুয়ারী) সকালে উপজেলার কালচোঁ
তালুকদার বাড়িতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান ও
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন শোকাহত
পরিবারের প্রতি খোঁজ-খবর ও সমবেদনা জ্ঞাপন করেন। পরে দুর্যোগ ও ত্রাণ
মন্ত্রালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে
উভয় পরিবারকে ২০ হাজার টাকার চেক প্রদান করেন।
এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম,ইউপি
চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর , ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
আবু বক্কর মিয়াজী, ইউপি সদস্য মোঃ বাচ্চু মিয়াসহ এলাকার গন্যমান্য
ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।