শাহরাস্তির উল্লাশ্বর জামালিয়া হাফেজিয়া ও নূরানী মাদ্রাসার হিফজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(১ ফেব্রুয়ারী) শনিবার বাদ জোহর থেকে উল্লাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ তাফসিরুল কুরআন মাহফিলে তাসরিফ পেশ করেন প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছিরে কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নাগাইশ দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা মোশতাক ফয়েজী।
বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাত হোসেন মাসুদের সভাপতিত্বে তাসরিফ পেশ করেন প্রভাষক, বেলচোঁ কারিমাবাদ ফাজিল মাদ্রাসা ও খতিব এয়ারপোর্ট রোড জামে মসজিদ চট্টগ্রাম, হযরত মাওলানা শাহীদুল ইসলাম, হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মো. শহিদুল্লা কায়সারসহ আরো ওলামায়ে কেরামগন।
তাসরিফ পেশ করার পূর্বে ছাত্র/ছাত্রীদের শিক্ষামূলক কার্যক্রমের প্রদর্শনী, নাত পরিবেশন করেন কুমিল্লার আমন্ত্রিত শিল্পী আবদুল্লাহীল বাকী।
প্রধান মেহমানের তাফসির শেষে হাফেজদের পাগড়ি পরান, দেশ ও জাতির কল্যাণ কামনা বিশেষ দোয়া করা হয়। মাহফিলে সার্বিক সহযোগিতায় ছিলেন এন্তেজামিয়া কমিটির নেতৃবৃন্দ।