প্রতিবছরের ন্যায় এবারও সোস্যাল ইসলামী ব্যাংক পাবলিক লিঃ (এসআইবিপিএল) হাজীগঞ্জ শাখার উদ্যোগে সোমবার(১৫ জানুয়ারী) বিকালে হাজীগঞ্জ বাজার অত্র ব্যাংক শাখা অফিসে অনাড়ম্বর অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত দুস্থ্য,অসহায় এবং গরীব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠান পরিচালনা করেন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এসআইবিপিএল হাজীগঞ্জ শাখা ব্যবস্থাপক মোঃ মাহবুব আলম।
অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক কে সহায়তা করেন শাখা ম্যানেজার অপারেশন মোঃ মিজানুর রহমান।
সরজমিন গিয়ে দেখা যায়,অনুষ্ঠানে উপস্থিত গরীব ও অসহায় মানুষদ শীতবস্ত্র হাতে পেয়ে মহাখুশি। তারা ব্যাংকের উত্তরাত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন,সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,কম্বল প্রাপ্ত দুস্থ্য ও অসহায় নারী-পুরুষ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উল্লেখ্য,এসআইবিপিএল হাজীগঞ্জ শাখার উদ্যোগে প্রতি বছর দুস্থ্য ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ আর্থিক প্রতিষ্ঠানটি দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হয়েছে। তাদের এ মহৎ কার্যক্রমে সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন।