চাঁদপুরের হাজীগঞ্জে পানিতে ডুবে মোঃ আবদুর রহমান নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার ২৫ ফেব্রুয়ারী সকালে উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও হামির উদ্দিন পাটোয়ারী বাড়ীর টিন ব্যবসায়ী মোঃ আবু তাহের পাটোয়ারী ও দক্ষিণ পশ্চিম রাজারগাঁও ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাবেয়া আক্তারের ছোট ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়,প্রতি দিনের ন্যায় বাড়ির অন্য শিশুদের সাথে খেলা করতে যায়। খেলা করতে গিয়ে শিশুটি বাড়ির উত্তর পাশের পুকুরের পানিতে পড়ে গেলে সাথের অন্য শিশু এসে পারিবারের সদস্যদের কে খবর দিলে তাকে উদ্ধার করে
রাজারগাঁও বাজারে এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
মোঃ আবদুর রহমানের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।