মতলব উত্তর উপজেলায় প্রথমবারের মতো তিন ধাপে বিপুল পরিমাণ শাকসবজি বীজ, সার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রথম ধাপে ৮৫০ জন কৃষকের মাঝে খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে উফশী বীজ, সার ও নগদ অর্থ বিতরণ করা হয়।
মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একি মিত্র চাকমা। ইউএনও একি মিত্র চাকমা জানান, সরকারের প্রণোদনা কর্মসূচি থেকে বিনামূল্যে প্রাপ্ত বীজ ও সার ব্যবহার করে সঠিক চাষাবাদের মাধ্যমে দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের ভূমিকা রাখতে হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী জানান, পরবর্তীতে সবজি প্রণোদনা, বোরো উফশী ধান প্রণোদনা ও বোরো হাইব্রিড ধান প্রণোদনার উপকরণ কৃষকদের মাঝে বিতরণ করার পরিকল্পনা রয়েছে। বিতরণ অনুষ্ঠানে উপকারভোগী কৃষকসহ উপ-সহকারী কৃষি, মৎস্য ও প্রানী বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৪২৩০ জন কৃষকের মাঝে ধাপে ধাপে এই প্রণোদনা বিতরণ করা হবে।