মোঃ জামাল হোসেনঃ
চাঁদপুরের শাহরাস্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শাহরাস্তি পৌর ৯ নং ওয়ার্ড যুবদলের কমিটি গঠন করা হয়েছে। ১৫ মে রোববার বিকেলে পৌর শহরের মেহার কালীবাড়িস্ত ৯ নং ওয়ার্ড যুবদলের কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা মোঃ লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন পৌর যুবদলের আহবায়ক মোঃ জাকির হোসেন নয়ন, সদস্য সচিব মোঃ আব্দুল কাইয়ুম রিপনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সহ-সভাপতি মোঃ শফিকুর রহমান মেম্বার, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আলী আজগর মিয়াজী। উপস্থিত ছিলেন পৌর ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি বেলায়েত হোসেন সুমন, ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আবুল হায়দার, যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে পৌর ৯ নং ওয়ার্ড যুবদলের কমিটি গঠন করা হয় এতে সভাপতি মোঃ কবির হোসেন মিয়াজী, সিনিয়র সহ-সভাপতি মোঃ ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ কবির শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন মিয়াজী ও সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন মিয়াজী।
যুবদলের নেতাকর্মীরা জানান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে সু-সংগঠিত করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে দলকে আরও গতিশীল করবো। শাহরাস্তি -হাজিগঞ্জ বিএনপি’র প্রধান সমন্বয়কারী লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হকের হাতকে শক্তিশালী করতে
পৌরযুবদলের আহবায়ক মোঃ জাকির হোসেন নয়ন ও সদস্য সচিব মোঃ আব্দুল কাইয়ুম রিপনের দিকনির্দেশনায় যুবদল রাজপথে থাকবেন।