ইতালি প্রতিনিধিঃ
আগামী ২৯ মে, রবিবার শুরু হতে যাচ্ছে ইতালিতে অবস্থানরত বিভিন্ন দেশের ফুটবল টিম নিয়ে ফুটবল আসর মুন্দিয়ালিডো। গত ১৮ মে, বুধবার ইতালির রাজধানী রোমের অলিম্পিক স্টেডিয়ামের il Salone d’Onore del CONI (Foro Italico), হলরুমে অংশগ্রহনকারী ২৪টি দেশের খেলোয়ার, প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে লটারীর মাধ্যমে গ্রুপ বন্টন করা হয়। মুন্দিয়ালিডোর সর্বময় কর্মকর্তা সিনোর উজ্জেনিওর আমন্ত্রণে বাংলাদেশের পক্ষে অংশগ্রহন করেন বাংলাদেশ দূতাবাস ইতালির রাষ্ট্রদূত জনাব শামীম আহসান, প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিক, বাংলাদেশ যুব ক্রীড়া সংস্থার প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক এম এ রব মিন্টু, বাংলাদেশ যুব ক্রীড়া সংস্থার সভাপতি বায়েজিদ আলী। বাংলাদেশ এবছর খেলবে সি-গ্রুপে নাইজেরিয়া, ইথিওপিয়া ও হুন্ডুরাসের সাথে। গ্রুপ বন্টন অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে রাষ্ট্রদূত জনাব শামীম আহসানকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।