চাঁদপুরে শহীদ জিয়ার স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রুয়ারি (বুধবার) বিকেল সাড়ে ৪টায় আনসার ভিডিপি সংলগ্ন মটখোলা মাঠে জমকালো আয়োজনে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় ফারহান হোসেন খান স্পোর্টিং ক্লাব এবং ভয়েস এস পি একাদশ ক্লাব। উত্তেজনাপূর্ণ খেলায় ফারহান হোসেন খান স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৪ নং ওয়ার্ড যুবদলের সদস্য মোঃ জাহিদুল ইসলাম (জীবন)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন মজুমদার লিটন। তিনি যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন,”মাদককে না বলি, সুস্থ জীবন গড়ি। তোমরা এই সমাজের এবং রাষ্ট্রের ভবিষ্যৎ। মাদকের বিরুদ্ধে সোচ্চার থেকে দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখো।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর থানা বিএনপি সহ-সভাপতি মোহাম্মদ পারভেজ হোসেন বাবু পাটওয়ারী, চাঁদপুর পৌর যুবদল সদস্য মোঃ ওমর ফারুক খান (তুহিন),১৪ নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ কাউসার পাটওয়ারী,১৪ নং ওয়ার্ড বিএনপি মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মমিন খান, ১৩ নং ওয়ার্ড যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফ বেপারী, ১৩ নং ওয়ার্ড যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল গাজী,সহ-প্রচার সম্পাদক মোঃ শাহিন পাটওয়ারী, মোঃ রাসেল ঢালী প্রমুখ।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী দর্শক ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। পুরো টুর্নামেন্টটি ক্রীড়া প্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।