শাহরাস্তির উপজেলার উয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে অর্থোপেডিক্স ও ট্রমা ক্যাম্পের মাধ্যমে প্রায় ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলেন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটপোর্ড হাসপাতালের অর্থোপেডিক্স বিশেষজ্ঞ এবং বীরমুক্তিযোদ্ধা মরহুম তাফাজ্জল হায়দার নসু চৌধুরী ও স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী বীরমুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী দম্পতির সুযোগ্য সন্তান ডা. মো. তানভির হায়দার চৌধুরী।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় শনিবার (২২ ফেব্রæয়ারী) সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত দরিদ্র, অসহায় ও দুস্থ রোগীদের বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় হাড়জোড়া, হাড়ভাঙ্গা, জয়েন্ট পেইন, বাতব্যথা, বিকলাঙ্গ রোগ, জন্মগত হাত-পা বাঁকাসহ অর্থোপেডিক্স ও ট্রমা সংকান্ত সকল রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়।
এছাড়া যেসব রোগী টাকার অভাবে হাড়ভাঙ্গা অপারেশন করতে পারেন নাই এবং কবিরাজের কাছে গিয়ে হাত-পা নষ্ট করেছেন তাদের স্বল্পখরচে অথবা বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে বলে জানান, ডা. মো. তানভীর হায়দার চৌধুরী। হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ একুশে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় ও কৃষ্ণা সরকারের সার্বিক ব্যবস্থাপনায় ক্যাম্পে ডা. মো. তানভীর হায়দার চৌধুরীর সফর সঙ্গী হিসাবে একাধিক চিকিৎসক বিনামূল্যে চিকিৎসা সেবা দেন।
এসময় হাজীগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাহাবুদ্দিন শাবু, শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শামীম হোসেন, কচুয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরীফ মজুমদার, শাহরাস্তি উপজেলা যুবদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রবিউল আলম, টামটা দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক দিদারুল আলম, রায়চোঁ উত্তর ইউনিয়ন যুবদলের সদস্য মো: শিফন, ব্যবসায়ী ঈমাম হোসেন সুমন, মো. শিফন, ছাত্রদলের আহবায়ক মো. পলাশ, সিনিয়র যুগ্ম আয়বায়ক আফজল হোসেনসহ উয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগন।
উল্লেখ্য, প্রতিবছর মহান স্বাধীনতা দিবস, মহান বিজয় দিবস, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মরহুম বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ তাফাজ্জল হায়দার নসু চৌধুরী ও তাঁর বড় ছেলের মৃত্যুবার্ষিকীসহ বিভিন্ন জাতীয় দিবসে অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকেন অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা. মো. তানভির হায়দার চৌধুরী এবং তাঁর মা স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী বীরমুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী।