বায়ান্নের ভাষা আন্দোলনে মহান ভাষা শহীদদের স্মরণে ও তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া একই সাথে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মধ্যদিয়ে শুরু হওয়া সভায় বায়ান্নের ভাষা আন্দোলনে মহান ভাষা শহীদ, মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ এবং জুলাই-আগস্ট বিপ্লবে যাঁরা শহীদ হয়েছেন তাঁদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর সাধারণ সম্পাদকের রিপোর্ট উপস্থাপন শেষে আয়-ব্যয়ের হিসাব প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ আক্তার হোসেন। পরে সভাপতির অনুমতি ক্রমে সংগঠনের সদস্যরা দেশ ও মানুষের স্বার্থে সংবাদ পরিবেশনের গুরুত্বারোপ করে বক্তব্য পেশ করেন। এছাড়াও আগামী ১৫ মার্চ (শনিবার) ফরিদগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিলের দিন ধার্য করা হয়।
সভাশেষে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সকল সদস্যদের মাঝে সংগঠনের পক্ষ থেকে ঈদ উপহার ও ইফতার সামগ্রী প্রদান করা হয়।
সভায় সংগঠনের গঠনতন্ত্র সংশোধনীসহ গুরুত্বপূর্ণ মতামত পেশ করেন, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এমকে মানিক পাঠান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সদস্য আবুহেনা মোস্তফা কামাল, নাছির পাঠান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আ. ছোবহান লিটন, সদস্য মো. মহিউদ্দিনসহ আরো অনেকে।