মতলব উত্তরে ১৩ মামলার আসামী মোটরসাইকেল চোর চক্রের প্রধান বেজী সুজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত বেজী সুজন (৪০) উপজেলার ছেংগারচর পৌরসভার আদুরভিটি গ্রামের ওমর আলীর ছেলে।
গত ৫ মার্চ মতলব উত্তর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জিআর পরোয়ানামূলে আসামী বেজী সুজনকে গ্রেফতার করছে মতলব থানা পুলিশ।
মতলব উত্তর থানায় এসআই(নিঃ) আবু জাফর ও খুরশীদ আলম সংগীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জিআর-৪৩/২৪ (মতলব উত্তর) এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ সুজন প্রকাশ বেজি সুজনকে রাতে নিজ বাড়ি থেকে আটক করে। গ্রেফতারকৃত আসামী বেজি সুজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়াছে।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক বলেন, অপরাধ দমন করতে মতলব উত্তর থানা পুলিশ সর্বদা সচেষ্ট আছে। আমাদের এ অভিযান চলমান আছে।