শাহরাস্তিতে বাদিয়া মাহবুবুল হক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামছুল হুদা পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ আকতার হোসেন চৌধুরী।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মনির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ারুল ইসলাম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য কাজী শাহাবুদ্দিন, পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক অভিভাবক সদস্য মোঃ সোলাইমান রায়হান, মোঃ জহিরুল ইসলাম বিএসসি, বিশিষ্ট সমাজসেবক মোঃ আবু তৈয়ব সেলিম, মোঃ জাকির হোসেন নয়ন, অভিভাবক সদস্য মোঃ মনজুরুল হক। এ সময় উপস্থিত ছিলেন এজিএম আব্দুল্লাহ সুমন, কাজী সালাউদ্দিন, মোঃ রাব্বি রাজসহ সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার সুধীজন