শাহরাস্তিতে জনতা উচ্চ বিদ্যালয়ের (মোফল্লা) বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানর সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী মোঃ আবু ইউসুফ পাটোয়ারী রুপন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মাসুদ আলম।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জহিরুল ইসলাম বিএসসি’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখছেন দ্বীপান্তর রিয়েল এস্টেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোঃ রফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী মোঃ ফিরোজ আলম মন্টু, বিদ্যালয়ের অভিভাবক সদস্য (এডহক) কমিটি মোঃ মিজানুর রহমান (পলাশ)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধোফল্লা সপ্রাবি’র প্রধান শিক্ষক মোঃ মাহবুব আলম, উত্তর ধোফল্লা সপ্রাবি’র প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন,সমাজসেবক শাহাদাত হোসেন শাহ, ডাঃ ইবনে মালেক, ডা: শফিকুর রহমান, দাতা সদস্য মোঃ জাকির হোসেন, টামটা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন তালুকদার, সমাজসেবক সরওয়ার আলম পলাশ, মোঃ মহিন, নবীব হোসেন, ডাঃ খোরশেদ আলম, মোঃ জহিরুল ইসলাম মন্টু, দেলোয়ার হোসেন, ওয়াড যুবদলের সভাপতি মোঃ ফারুক হোসেন তালুকদারসহ সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার সুধীজন। আলোচনা সভা শেষে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
অতিথিদের বক্তব্যে বলেন ভালো শিক্ষার্থী হলে হবে না, ভালো মানুষ হতে হবে। আজকে তোমরা এই প্রতিষ্ঠান থেকে মানসম্মত শিক্ষা অর্জন করে আগামী দিনে এদেশ ও জাতির কল্যাণে কাজ করবে। একে অপরের পরিপূরক, এবং সমান গুরুত্ব দেওয়া উচিত। একজন সফল মানুষ শুধুমাত্র ভালো শিক্ষার্থী হলে নয়। মা-বাবার খেদমত করতে হবে। মা-বাবার অবাধ্যে কোন কিছু করা যাবে না। বড়দেরকে সম্মান করবে, আগামী দিনে তুমি সম্মান পাবে।