পবিত্র মাহে রমজানে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ নিয়েছেন হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী শামসুদ্দিন খাঁন নূর। তার উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদ্রাসার মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ইফতার বিতরণ অনুষ্ঠানে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে কার্যক্রম বাস্তবায়নে অংশ নেন। তারা বলেন, “রমজান হলো মানবতার শিক্ষা ও সহমর্মিতার মাস। শামসুদ্দিন খাঁন নূরের এই উদ্যোগ শুধু ইফতার বিতরণই নয়, বরং মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
ছাত্রদল নেতা শামসুদ্দিন খাঁন নূর বলেন, “ছাত্রদল সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে। এই ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে আমরা আমাদের সামাজিক দায়িত্ব পালন করেছি। ইনশাআল্লাহ, আমরা ভবিষ্যতেও অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে সহযোগিতা করে যাব।”
ইফতার বিতরণ কর্মসূচিতে হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য— ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল: সাবেক সভাপতি সোহেল তানভির ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন পাটোয়ারী সাকিব। ৫ নং সদর ইউনিয়ন ছাত্রদল: সাবেক সভাপতি জহির রায়হান। হাজীগঞ্জ পৌরসভা ছাত্রদল: আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আফসান চৌধুরী অমি ও ফেরদৌস রহমান সামি। হাজীগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদল: সাবেক সদস্য সচিব সৈকত। ৫ নং সদর ইউনিয়ন ছাত্রদল: সাবেক সাংগঠনিক সম্পাদক ফরহাদ। হাজীগঞ্জ পৌরসভা ৮নং ওয়ার্ড ছাত্রদল: সাবেক সভাপতি হিমেল সরকার। ৬নং ওয়ার্ড ছাত্রদল: সাবেক সভাপতি সোলেমান খান ও সাধারণ সম্পাদক শরিফ খান। ৪নং ওয়ার্ড ছাত্রদল: সাবেক সভাপতি তাজউদ্দীন শাওন, সাধারণ সম্পাদক রবিউল ও সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম। ৫নং ওয়ার্ড ছাত্রদল: সাবেক সিনিয়র সহ-সভাপতি তৌহিদ, সাংগঠনিক সম্পাদক সাঈদুল ও সহ-সাংগঠনিক সম্পাদক ফাহাদ।
এছাড়াও ছাত্রনেতা তামিম মিয়া, জাহিদ, আদি, সাইমুন, সাদেক, শহীদউল্লাহ, রবিউল, ইব্রাহিমসহ হাজীগঞ্জ পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
।