Header Border

ঢাকা, বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ (বসন্তকাল)
শিরোনাম
হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র উদ্যোগে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভার আয়োজন করা হয়েছে হাজীগঞ্জে স্বাধীনতা ও জাতীয়তা দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজট মুক্ত রাখতে অনড় কাঁচপুর হাইওয়ে পুলিশ নারায়ণগঞ্জে শ্রমিকের সুবিধার্থে ওএমএস ও টিসিবি ট্রাক সেলের কার্যক্রমের সময় বৃদ্ধি  সিদ্ধিরগঞ্জে দিনে দুপুরে অবৈধভাবে ফিলিং স্টেশনের গ্যাস বিক্রি ৫ই আগস্ট অন্তর্বাস নিয়ে উল্লাসের পরই দেশে ধর্ষণের ঘটনা বেড়ে গেছে: আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোসাদ্দেসী সাইবার নিরাপত্তায় কাজ করে মানুষের আস্থা অর্জন করেছে ফরিদগঞ্জের মাহিন উল হাসান শুভ। নারী নির্যাতন ও ধর্ষণের বিচারের দাবীতে কচুয়ায় মানববন্ধন হাজীগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে দিনে দুপুরে অবৈধভাবে ফিলিং স্টেশনের গ্যাস বিক্রি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একাধিক শিল্পপ্রতিষ্ঠান, রেস্টুরেন্ট ও কারখানায় অবৈধভাবে দিনে দুপুরে সিলিন্ডারের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হচ্ছে “ইন্ট্রাকো রিফুয়েলিং লিঃ” নামক এক সিএনজি স্টেশন থেকে। তবে যানবাহন ছাড়া ফিলিং স্টেশন থেকে রুপান্তরিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) সরবরাহ সম্পূর্ন নিষিদ্ধ।
এভাবে সিএনজি স্টেশন থেকে সিলিন্ডারের মাধ্যমে কারখানায় গ্যাস সরবরাহ করার সরকারিভাবে কোনো অনুমতি না থাকলেও সাবেক মেসার্স হাজী আমিজ উদ্দিন এন্ড সন্স রিফুয়েলিং স্টেশন যা বর্তমানে ইন্ট্রাকো রিফুয়েলিং লিঃ নামক সিএনজি স্টেশনের দায়িত্বরত লোকজন অবৈধভাবে গ্যাস সরবরাহ করে আসছে।
স্থানীয় প্রভাবশালী ও বিশেষ পেশার লোকজনদের ছত্রছায়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগসাজশে ইন্ট্রাকো রিফুয়েলিং লিঃ নামের এই সিএনজি স্টেশন থেকে প্রতিদিন গড়ে ৩০ হাজার টাকার গ্যাস চুরি করে বিক্রি করা হলে মাসে প্রায় এক লাখ টাকার গ্যাস বাণিজ্যের অভিযোগ উঠেছে।
জানা যায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের পাইনাদী ফজর আলী গার্ডেন সিটি সংলগ্ন  ইন্ট্রাকো রিফুয়েলিং লিঃ নামের সিএনজি স্টেশন থেকে প্রায় ১০ টি পোশাক শিল্প ও অন্যান্য কারখানায় সিলিন্ডারের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হচ্ছে। অবৈধবাবে পোশাক শিল্প ও অন্যান্য কারখানায় সিলিন্ডারের মাধ্যমে গ্যাস সরবরাহের মূল হোতা ইন্ট্রাকো রিফুয়েলিং লিঃ নামের সিএনজি স্টেশনের ম্যানেজারের দায়িত্বে থাকা মো: শরাফ উদ্দিন। তিতাস কর্তৃপক্ষের সঙ্গে আঁতাত করে ইন্ট্রাকো রিফুয়েলিং লিঃ এর দায়িত্বে থাকা ম্যানেজার শরাফ উদ্দিন প্রতিটি পোশাক শিল্প ও অন্যান্য কারখানায় মাসে প্রায় এক লাখ টাকার গ্যাস সরবরাহ করে আসছে।
সরেজমিনে ইন্ট্রাকো রিফুয়েলিং লিঃ নামক সিএনজি স্টেশনে গিয়ে দেখা যায়, ভ্যান গাড়িতে করে সারিবদ্ধভাবে সিলিন্ডার সাজিয়ে ওই সিএনজি স্টেশন থেকে গ্যাস নিচ্ছে শিল্পকারখানার নিয়োজিত গাড়িচালকরা। অবৈধভাবে সিলিন্ডারের মাধ্যমে গ্যাস নিতে আসা নাম প্রকাশ না করার শর্তে এক গাড়িচালক জানান, প্রতিদিন সিদ্ধিরগঞ্জের মাদানী নগর সংলগ্ন আল আমিন গার্মেন্টস এর ভেতরে গ্যাস নিয়ে যান তিনি। শুধু আল আমিন গার্মেন্টস না আরও বেশ কয়েকটি পোশাক কারখানায় এই স্টেশন থেকে গ্যাস নেওয়ার কথাও জানান ওই গাড়ি চালক।
এদিকে সিএনজি স্টেশন থেকে দুপুর আড়াইটা থেকে রাত নয়টা পর্যন্ত গ্যাসে চালিত সকল যানবাহনে সরকারি ভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। তবে সরকারি নির্দেশনা অমান্য করে ইন্ট্রাকো রিফুয়েলিং লিঃ নামক সিএনজি স্টেশনের ম্যানেজার দুপুর আড়াইটা থেকে অবৈধভাবে শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ করে আসছে। এভাবে অবৈধভাবে গ্যাস সরবরাহ করে প্রতি মাসে লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে সিএনজি স্টেশনের ম্যানেজার মো: শরাফ উদ্দিনের বিরুদ্ধে।
এ বিষয়ে জানতে চাইলে ইন্ট্রাকো রিফুয়েলিং লিঃ নামক সিএনজি স্টেশনের ম্যানেজার মো: শরাফ উদ্দিন বলেন, এভাবে গ্যাস সরবরাহ করা সম্পূর্ন অবৈধ। কিছু শিল্প প্রতিষ্ঠানের মালিকদের সুপারিশে এই গ্যাস সরবরাহ করা হচ্ছে বলে জানান তিনি। সরকারি নির্দেশনা থাকলেও ঝুঁিক নিয়ে গ্যাস অবৈধভাবে সরবরাহের বিষয়টি জানতে চাইলে শরাফ উদ্দিন বলেন আপনার যা মন চায় তা করেন। আমার কোনো সমস্যা নেই বলে ফোন রেখে দেন।
এদিকে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন ঢাকা মেট্রো বিক্রয় বিভাগ-১ এর প্রকৌশলী মো. এরশাদ মাহমুদ বলেন, বিষয়টি আমার জানা নেই। সিএনজি স্টেশনটি তাদের আওতাধীন কিনা জানতে চাইলে বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি জানান সিলিন্ডারে গ্যাস সরবরাহের বিষয়টি বিস্ফোরক অধিদপ্তর দেখে।
এ বিষয়ে জানতে চাইলে ইন্ট্রাকো রিফুয়েলিং লিঃ এর কারওয়ান বাজার শাখার ম্যানেজার মো. ইকবাল বলেন, এভাবে গ্যাস দেওয়ার কোনো নিয়ম নেই। আমাদের পক্ষ থেকে ওই স্টেশনের ম্যানেজারকে কোনো শিল্প কারখানায় সিলিন্ডারের মাধ্যমে গ্যাস দেওয়ার অনুমতি দেয়া হয়নি। তাহলে তারা কিভাবে গ্যাস সরবরাহ করছে জানতে চাইলে ইকবাল বলেন বিষয়টি আমার জানা নেই।###
আরো পড়ুন  চাঁদপুরের হাজীগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সনদ বিতরণ-Rknews71

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র উদ্যোগে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভার আয়োজন করা হয়েছে
হাজীগঞ্জে স্বাধীনতা ও জাতীয়তা দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজট মুক্ত রাখতে অনড় কাঁচপুর হাইওয়ে পুলিশ
নারায়ণগঞ্জে শ্রমিকের সুবিধার্থে ওএমএস ও টিসিবি ট্রাক সেলের কার্যক্রমের সময় বৃদ্ধি 
৫ই আগস্ট অন্তর্বাস নিয়ে উল্লাসের পরই দেশে ধর্ষণের ঘটনা বেড়ে গেছে: আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোসাদ্দেসী

আরও খবর

error: Content is protected !!