শাখাওয়াত হোসেন শামীম:
চাঁদপুরের হাজীগঞ্জে বীর মুক্তিযোদ্ধার মাঝে স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সনদ বিতরণ করা হয়েছে। ৫ ডিসেম্বর সোমবার বিকেলে হাজীগঞ্জ উপজেলা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে স্মার্ট কার্ড ও সনদ প্রদান অনুষ্ঠান টেলিকনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাঈনুদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. আবু তাহের।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি মিলিউ পস্থিত ছিলেন।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম জানান, এর পূর্বে মাননীয় সংসদ সদস্য স্মার্ট কার্ড ও সনদ প্রদান উদ্বোধন করেছিলেন। যারা বাকী রয়েছে তাদেরকে পর্যায়ক্রমে এ সার্টিফিকেট ও কার্ড দেয়া হচ্ছে।