খন্দকার আরিফ :
চাঁদপুরের হাজীগঞ্জ ভূমি অফিসে কর্মরত কানুনগো মো. লোকমান হোসেন চট্রগ্রাম বিভাগীয় কানুনগো কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত (২৮ মে) দুপুর ২টায় চট্রগ্রাম এজেখান মেরিডিয়ান রেষ্টুরেন্ট সম্মেলন কক্ষে কানুনগো কল্যাণ সমিতির বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়। চট্রগ্রাম বিভাগের কর্মরত সকল কানুনগো’র উপস্থিতিতে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে এবারের সম্মেলন-২০২২ সম্পন্ন হয়।
সম্মেলনের প্রথম অধিবেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোআনা সভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কানুনগো কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ হোসেন আহমেদ ফারুক।
অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কিরিট্রী রঞ্জন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. খলিলুর রহমান।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে অংশ নেওয়া কানুনগোদের প্রস্তাব-সমর্থনের মাধ্যমে নব-নির্বাচিত কমিটির নাম ঘোষনা করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ হোসেন আহমেদ ফারুক। সভাপতি হিসেবে কক্সবাজার সদর উপজেলা ভূমি অফিসের কানুনগো বসন্ত কুমার চাকমা, সাধারণ সম্পাদক হিসেবে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. লোকমান হোসেন ও সাংগঠনিক সম্পাদক চাঁদপুর সদর উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. খাদেমুল ইসলাম নির্বাচিত হন।
নতুন কমিটি ঘোষনার পর কেন্দ্রীয় কমিটির নেতাদের ফুলেল শুভেচ্ছা এবং মিষ্টি মুখ করিয়ে দেন নয়া কমিটির নেতৃবৃন্দ।
উল্লেখ্য, চলতি সপ্তাহে ২১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন নব-নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন।