মতলব উত্তর ব্যুরো :
আগামী ১২-১৫ জুন সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হবে। এই ক্যাম্পেইনে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৪৫ হাজার ৫৯২টি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ক্যাম্পেইন চলাকালে মোট ৫৯২ টি কেন্দ্রে এই ক্যাম্পেইন এক যোগে পরিচালিত হবে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২২ বাস্তবায়নের লক্ষ্যে মতলব উত্তর উপজেলায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান জুয়েল এর সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডা. জয়নাল আবেদীনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হাসান।
অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল হোসেন। অবহিতকরণ সভায় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।