চাঁদপুরের শাহরাস্তিতে যুব সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, তরুণদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। আমাদের তরুণদের ভাষা বুঝতে হবে। তারা কী চায় তা জানতে হবে। তারা আগের মতো গুম, খুন চায় না, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড চায় না। তারা দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে। আমাদের উচিত তাদেরকে এগিয়ে দেয়া। তারা আমার আপনার সন্তান, আমাদের ভাই। তিনি আরও বলেন, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কোনো অবস্থাতেই দেশ বদলাতে গিয়ে আমরা যাতে আগের অবস্থাতে ফিরে না যাই। তিনি বলেন, সবার আগে নিজেকে বদলাতে হবে। আমি নিজেকে এখনো তরুণ মনে করি। কারণ, বয়সটা বিষয় নয়, চিন্তাটাই যথেষ্ট।
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাতের সভাপতিত্বে শনিবার (১৮ জানুয়ারি ২০২৫) দুপুরে উপজেলা পরিষদ মাঠে তরুণদের সমাবেশ ও তারুণ্যের উৎসবে উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক। এ সময় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।