খন্দকার আরিফ :
হাজীগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও হাজীগঞ্জ পৌর ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. বিল্লাল হোসেনের উদ্দোগে এলাকার অসহায় এবং অসচ্ছল লোকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে মিঠানিয়া ব্রিজ সংলগ্ন তার নিজ বাসভবন মীম টাওয়ারে সাড়ে ৫ শত লোকের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে চোলা, ডাল, খেজুর, মুড়ি, বেসনসহ ইত্যাদি।
আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মো. বিল্লাল হোসেন তার নিজ ওয়ার্ড ব্যতীত পৌর এলাকার বেশ কয়েকটি ওয়ার্ডের অসহায় ও হতদরিদ্র লোকদের বিভিন্ন ভাবে সহযোগিতা করেন। এছাড়াও তিনি এলাকার মসজিদ, মাদ্রাসা ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনেও রয়েছে তার আর্থিক সহযোগিতা। যেকোন সহযোগিতার জন্য তার কাছে গিয়ে খালি হাতে কেউ ফেরত আসেনি।
আলহাজ্ব মো. বিল্লাল হোসেন বলেন, আমি আল্লাহর বান্দা হিসেবে এই পবিত্র মাহে রমজানে আমার সাধ্যমত এলাকার গরীব অসহায়দের পাশে থাকার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও আমি এলাকার জনসাধারণের পাশে থেকে এই ক্ষুদ্র প্রয়াস অব্যাহত রাখতে চাই।
তিনি আরো বলেন, যে কোন মানুষের আশা আঙ্কাকা থাকে। আমারও একটি আশা আছে। আগামীতে আমার সে আশা আল্লাহ যেন কবুল করে এবং এলাকার জনসাধারণ আমার পাশে থেকে সেটি বাস্তবায়ন করবে বলে আমি বিশ্বাস করছি।