মোহাম্মদ হাবীব উল্যাহ্ _____
হাজীগঞ্জ পৌরসভাধীন স্বর্ণকলি কেজি স্কুলের অধ্যক্ষ, সাবেক উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো. সিরাজুন্নবীর (৭৮) দাফন সম্পন্ন হয়েছে। রোববার বিকালে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার ইমামতি করেন, টোরাগড় পূর্ব পাড়া জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মো. আবুল হোসেন আনোয়ারী।
এর আগে এদিন সকালে রাজধানীর বাসায় মো. সিরাজুন্নবী হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নি:শ^াস ত্যাগ করেন। তিনি পৌরসভার ৮নং ওয়ার্ড টোরাগড় গ্রামের লালু সওদাগর বাড়ির মৃত মুকছুদ আলীর বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি স্বর্ণকলি হাই স্কুলের পরিচালক, উপজেলার প্রাক্তণ ক্রীড়াবীদ ও সামাজিক ব্যক্তিত্ব হিসাবে বেশ পরিচিত ছিলেন।
জানাযার প‚র্বে মরহুম সিরাজুন্নবীর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্য মো. আবু ছাইদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহজাহান তালুকদার, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ মৃধা, পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মনির হোসেন।
এ সময় আরো বক্তব্য রাখেন, স্বর্ণকলি হাইস্কুল ও স্বর্ণকলি কেজি স্কুলের পরিচালক আকবর হোসেন মৃধা ও শহীদুল ইসলাম ও মরহুমের ছেলে মাহমুদুন্নবী সেলিম প্রমুখ। বক্তব্য শেষে মরহুম সিরাজুন্নবীর কপিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান, উপজেলার প্রাক্তণ ফুটবল খেলোয়াড় কল্যাণ সংগঠন, স্বর্ণকলি হাই স্কুল, স্বর্ণকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্বর্ণকলি কেজি স্কুলের পরিচালনা পর্ষদ ও শিক-কর্মচারী।
পুস্পস্তবর্ক অর্পণ ও জানাযাকালীন সময়ে পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এমরান হোসেন মুন্সী, স্বর্ণকলি হাই স্কুলের প্রধান শিক্ষক মহিবুর রহমান, স্বর্ণকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল, উপজেলার প্রাক্তণ ফুটবল খেলোয়াড় কল্যাণ সংগঠনের সভাপতি এমদাদ হোসেন মজুমদার, সদস্য বি.এম হাসেম, জামাল হোসেন মিজি, মিজানুর রহমান দুলাল, মামুন রশিদ স্বপন, মমিন মিজি, কাজী আলী আকবর, আলী আশ্রাফ কালু, আবু শহীদ গাজী উপস্থিত ছিলেন।
এ ছাড়াও স্বর্ণকলি হাই স্কুল, স্বর্ণকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্বর্ণকলি কেজি স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, টোরাগড় পূর্ব জামে মসজিদ, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মসজিদের ধর্মপ্রাণ মুসুল্লী, নিহতের পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজন এবং স্থানীয় ও এলাকার কয়েক শতাধীক লোকজন উপস্থিত ছিলেন।