পরম মমতা ও ভালোবাসায় একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাল জাতি। মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন রফিক, সালাম, বরকত, সফিউর, জব্বারসহ অনেকে। তাদের রক্তে শৃঙ্খলমুক্ত হয়েছিল মায়ের ভাষা এবং রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের এই দিনে বাঙালির রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। একুশের প্রথম প্রহর থেকেই জাতি কৃতজ্ঞচিত্তে ভাষাশহীদদের স্মরণ করছে। রক্তের দামে এসেছিল বাংলার স্বীকৃতি, আর তারই সিঁড়ি বেয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীনতা।
প্রতি বছরের মতো এবারও অমর একুশের প্রথম প্রহরে রাতের নিস্তব্ধতা ভেঙে হাজীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন পরম মমতা ও ভালোবাসায়। একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন, রাত ১২টা ১ মিনিটে হাজীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে মাননীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তমের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার পৌর আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল আলম লিপন এডিশনাল এস পি সোহেল মাহমুদ, অফিসার ইনচার্জ হারুন অর রশিদ,পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক সৈয়দ আহাম্মদ খসরু, যুগ্ম সম্পাদক মুন্সী মোঃ মনির,প্যানেল মেয়র (১)আলম বেপারী, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল,যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল,পৌর ছাএলীগের সভাপতি সোহেল আলম বেপারী, পৌর দপ্তর সম্পাদক মহিবুল ইসলাম মাসুম, পৌর প্যানেল মেয়র (২) আজাদ হোসেন,কাউন্সিলর কাজি কবির হোসেন,শাহ আলম,সুমন তপদার, মনির কাজী,মাইনুদ্দিন মিয়াজি সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাএলীগ, মহিলা আওয়ামীলীগ, কৃষক লীগ,শ্রমিক নীগ,বীর মুক্তিযোদ্ধা সহ অন্যান্য নেতৃবৃন্দ পুশ্পস্তবক অর্পন করেন।