পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশের অতি দরিদ্র জনগোষ্ঠীর খাদ্যের চাহিদা বাস্তবায়নের লক্ষ্যে স্মাট বাংলাদেশের রপকার জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জেষ্ঠ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনানুযায়ী খাদ্যমন্ত্রণালয়ের উদ্যোগে ভর্তুকি দিয়ে সারাদেশের ন্যায় নিত্য প্রয়োজনী পণ্য কার্যক্রমের অংশ হিসেবে হাজীগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে খাদ্যবান্ধব ভিজিএফ কর্মসূচির আওতাধীন তালিকাকৃত কার্ডধারী দরিদ্র নারী-পুরুষদের জন্য পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার বিনামূল্যে ১০ কেজি চাল বিতরন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
বুধবার(২১ জুন) হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নে তালিকাভুক্ত হতদরিদ্র পরিবারের মধ্যে এ চাল বিতরন সম্পন্ন হয়েছে । তালিকাকৃত কার্ডধারী বয়স্ক নারী-পুরুষগণ সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে প্রত্যেকে সরকারের এমন সুবিধা পেয়ে মহাখুশি।
প্রথম মেয়াদে নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ইউনিয়নের দরিদ্র জনগণকে এমন সুবিধা সেবা দিতে পেরে আনন্দ লাগছে।
এ কাজের তদারকি করেন,ট্যাগ অফিসার এটিও মোঃ মনিরুল ইসলাম ।
এসময় ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বারবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ভিজিএফ চাল তুলে দেন চেয়ারম্যান নিদিষ্ট কার্ডধারীর বয়স্ক নারী-পুরুষের হাতে ।