রাজশাহী মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন বরিশালের বানারীপাড়ার অদম্য মেধাবী সাদিয়া আফরিন হারিছা। তবে অর্থাভাবে দুচোখে অমানিশার ঘোর অন্ধকার দেখছিলেন তিনি। চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ‘দরিদ্রতা’ নামক অ’ভিশাপ। লেখাপড়ার ব্যয়ভার বহন করা তার রিকশা শ্রমিক পিতার পক্ষে দুঃসাধ্য। সেই হারিছার অন্ধকার দূর করতে পাশে দাঁড়িয়েছে বসুন্ধ’রা গ্রুপ।
গতকাল বুধবার কালের কণ্ঠে ‘মেডিক্যালে চান্স পেয়েও হারিছার চোখে অন্ধকার’ শিরো’নামে প্রতিবেদন প্রকাশিত হয়। খবরটি জানামাত্র বসুন্ধ’রা গ্রুপের পক্ষ থেকে হারিছা ও তার পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বা’স এবং নির্দেশনা দেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ও কথাসাহিত্যিক ইম’দাদুল হক মিলন। তাৎক্ষণিক বসুন্ধ’রা গ্রুপের পক্ষ থেকে হারিছার পরিবারকে ইফতারসামগ্রীসহ এক মাসের খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় বানারীপাড়া পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডে হারিছার বাড়ি গিয়ে বসুন্ধ’রা গ্রুপের পক্ষ থেকে বানারীপাড়া উপজে’লা নির্বাহী কর্মকর্তা রিপন কুমা’র সাহা পরিবারের হাতে এই উপহারসামগ্রী তুলে দেন। হারিছাসহ তার তিন বোনের লেখাপড়ার দায়িত্ব এবং তার পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়েছে বসুন্ধ’রা গ্রুপ।