চাঁদপুরের ফরিদগঞ্জে মান্দারতলী প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে বার্ষিক ক্রিয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৭ ই ফেব্রুয়ারি শনিবার বিকেলে উপজেলার ৬নং গুপ্টি ইউনিয়নের মান্দারতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মাষ্টার, আব্দুল হক মাষ্টার, নুরুল আমিন, সুধী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ মানিক হাজী, শাখাওয়াত মিয়াজি, আলমগীর পাটোয়ারীসহ আরো অনেকে। বার্ষিক ক্রিয়া অনুষ্ঠানের মাঠ পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন, মামুন পাটোয়ারী, সুজন মিয়াজী, আরজু ভূঁইয়া, অলিউল্লাহ ভূঁইয়া, দেলোয়ার হাজী, সবুজ শেখ।
এসময় বক্তারা গত কয়েক বছর সংগঠনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল,শীতের সময় শীতার্তদের মাঝে শীত বছরের বিতরণ, রমজান মাসে অসহায় গরীব মানুষের মাঝেই ইফতার সামগ্রী বিতরণ, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য নগদ অর্থ দিয়ে সহযোগিতা করন ও সংগঠনটির উদ্যোগে এলাকার বিভিন্ন রাস্তাঘাট সংস্কার কাজ তুলে ধরেন বক্তারা।
পরে বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে উন্নীত হওয়া খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।