চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মধ্য ভাটেরগাঁও ইসলামিয়া জামে মসজিদের ঈদগাহ মাঠের ঢালাই কাজ সম্পন্ন হয়েছে স্থানীয় যুবকদের স্বেচ্ছাশ্রম ও সমন্বিত প্রচেষ্টায়। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে মাঠটিকে প্রস্তুত করতে এলাকার অর্ধশতাধিক তরুণ স্বেচ্ছায় শ্রম দেন, যা গ্রামীণ সম্প্রীতি ও সম্মিলিত উদ্যোগের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
ইউপি সদস্য সোহাগ পাটোয়ারী ও সুমান গাজীর তত্ত্বাবধানে এবং স্থানীয় বাসিন্দাদের আর্থিক সহযোগিতায় মাঠের বালু ভরাট ও ঢালাইয়ের কাজ দ্রুতগতিতে সম্পন্ন হয়। এ সময় হযরত আলী খান, মুরাদ পাটোয়ারী, সোহাগ খান, মাসুম খানসহ গ্রামের প্রবীণ ও যুবকেরা উপস্থিত থেকে কাজের গতি ত্বরান্বিত করেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তারা একটি সুপরিচ্ছন্ন ও সুবিন্যস্ত ঈদগাহ মাঠের আশা করছিলেন। এবারের ঈদে স্বাচ্ছন্দ্যে ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নামাজ আদায়ের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়। গ্রামের বয়োজ্যেষ্ঠরা এটিকে কেবল একটি নির্মাণকাজ নয়, বরং সম্প্রদায়ের ঐক্য ও সহযোগিতার প্রতীক হিসেবে দেখছেন।
শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকে শুরু হওয়া এই কাজ সম্পন্ন করে মধ্য ভাটেরগাঁওয়ের যুবসমাজ এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছেন। তাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গ্রামীণ উন্নয়নে স্বেচ্ছাশ্রমের গুরুত্বকে আরও উজ্জ্বল করেছে।