আগামী ২৯ মে আসন্ন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস- চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামীলীগ নেতা আকবর হোসেন মনিরের তালা মার্কার সমর্থনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রবিবার (২৬মে) ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নে সকাল থেকে বিকাল পষন্ত গণসংযোগ শেষে। বিকাল ৫ ঘটিকার সময় বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে এক পথ সভা আয়োজন করা হয়।
এতে ইউনিয়ন যুবলীগের সভাপতি মহসিন তপদারের সঞ্চালনায় উক্ত নির্বাচনী প্রচারনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমানুষের প্রিয়নেতা,জননেতা সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম ও রোমান ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে আমি এমন একজনের পক্ষে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি সে নিঃসন্দেহে একজন ভালো মানুষ ।তাকে তালা মার্কায় ভোট দিলে সব সময় সুখে-দুখে আপনাদের পাশে থাকবে এই দৃঢ় বিশ্বাস আমার আছে। আগামী ২৯ তারিখ আপনারা কেন্দ্রে গিয়ে তালা মার্কায় ভোট দেওয়ার আহবান করছি।
এ সময় বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ পথ সভায় উপস্থিত ছিলেন।