হাজীগঞ্জে জামায়াতের আয়োজনে আল্লামা সাঈদী ও ছাত্র আন্দোলনের নিহতদের মাগফেরাত কামনায় দোয়া

আরকেনিউজ৭১
3 Min Read

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর (রহ.) মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর ও সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নিহতদের মাগফেরাত এবং আহতদের সুস্থতা ও আরোগ্য কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ আগস্ট) বাদ আছর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে অনুষ্ঠিত দোয়া-মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মো. আব্দুর রউফ।

এছাড়াও দোয়া-মাহফিলে দেশ ও জাতীর শান্তি, সমৃদ্ধি কামনা করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজীগঞ্জ উপজেলা ও পৌর শাখার আয়োজনে এ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় অতিথি হিসেবে কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলান মো. বিল্লাল হোসেন মিয়াজী, সহকারী সেক্রেটারী অধ্যাপক মাওলানা মো. আবুল হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা ও পৌর নেতৃবৃন্দের মধ্যে উপজেলা জামায়াতের আমীর বিএম কলিমুল্লাহ, নায়েবে আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাও. মোজাম্মেল হক মজুমদার পরান, সেক্রেটারী মাও. শরিফুল ইসলাম, সহকারী সেক্রেটারী জয়নাল আবেদীন, পৌর আমীর মাও. আবুল হাসানাত, নায়েবে আমীর হাফেজ মাওলানা মো. কবির হোসাইন, সেক্রেটারী মাও. সফিকুর রহমান মজুমদার উপস্থিত ছিলেন।

এছাড়াও পৌর জামায়াতের সহকারী সেক্রেটারী মো. আবু তাহের ও মো. জয়নাল আবেদীন, জামায়াত নেত মহিউদ্দিন মাইনু, শিক্ষক নেতা মাওলানা আ ন ম মাহবুবে এলাহীসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন জামায়াতের নেতাকর্মী ও সমর্থকসহ কয়েক শতাধীক মুসুল্লী দোয়া-মাহফিলে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৪ আগস্ট রাজধানীল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। আগের দিন বিকালে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাম্বুলেন্সে করে কাশিমপুর কারাগার থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বিএসএসএমইউতে পাঠানো হয়।

এর আগে ২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী এবং ২ আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরের বছর অর্থাৎ ২০১১ সালের ডিসেম্বরে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। এরপর থেকেই তিনি কারাগারে ছিলেন।

আরো পড়ুন  কচুয়ায় নাশকতার মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার 

২০১৩ সালের ২৮শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। পরবর্তীতে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে আপীল বিভাগ তাঁকে আমৃত্যু কারাদণ্ড দেয়। এরপর তিনি ২০২৩ সালের ১৪ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তবে মৃত্যুর আগ মুহুত্ব পর্যন্ত আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিলেন না বলে জানান।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =

error: Content is protected !!