চাঁদপুরের কচুয়ায় নাশকতার মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ফারুকী (৫০) কে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের রহিমানগর বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গ্রেফতারকৃত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ফারুকী নাশকতার মামলার আসামী। বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে তাকে চাঁদপুরের বিজ্ঞ আদলতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, ২৮ অক্টেবর বিএনপির জামায়াতের সমাবেশের পর থেকে কচুয়ায় এ পর্যন্ত বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ১৪জন বিএনপি জামায়াতের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।