হাজীগঞ্জ পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে পৌরসভা কার্যালয়ে সাক্ষাৎকালে প্রেসক্লাবের সভাপতি হাছান মাহমুদ কমিটির তালিকা প্রশাসকের হাতে তুলে দেন।
এসময় পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুর আজম শরীফ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নয়ন, অর্থ সম্পাদক (কোষাধ্যক্ষ) মোহাম্মদ হাবীব উল্যাহ্সহ অন্যান্য সদস্য ও উপজেলায় কর্মরত সংবাদকর্মী এবং পৌরসভার অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।